লালমনিরহাটে কালীগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দলগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব খ ম শফিকুল আলম খন্দকার ওরফে খোকা।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে তিনি মারা যান।
দলগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব খ ম শফিকুল আলম খন্দকার জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে যোগদান করে তৃতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। তার বাড়ি উপজেলার দলগ্রাম ইউনিয়নের গ্যাগরা গ্রামে। দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
ইউপি চেয়ারম্যান আলহাজ্ব খ ম শফিকুল আলম খন্দকারের করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন