দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯৪৮ জন। এসময় বিরামপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও ব্যবসায়ী ইসমাইল হোসেন(৭৮) করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যু হলো ৫৯ জনের।
তবে গত ২৪ ঘণ্টায় জেলায় সর্বোচ্চ ৬৩ জন সুস্থসহ জেলায় মোট সুস্থ হলেন ২৩৯০ জন। বর্তমানে ৪৪২ জন হোম আইসোলেশনে এবং ৪ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ও ৫৪ জন হাসপাতালে ভর্তি আছেন।
কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর সেলের অর্গানাইজার আনোয়ার হোসেন জানান, বিরামপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও ব্যবসায়ী ইসমাইল হোসেনের (৭৮) করোনা উপসর্গ দেখা দিলে ১৬ আগস্ট তার নমুনা এবং ১৭ আগস্ট পজিটিভ আসে। এরপর আরও অসুস্থ হলে তাকে ১৮ আগস্ট দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় ২৭ আগস্ট সন্ধ্যার আগে তিনি মারা যান। তিনি বিরামপুর উপজেলার ইসলামপাড়ার মৃত আসাদ উদ্দিনের ছেলে।
সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, বৃহস্পতিবার রাতে প্রাপ্ত তথ্যমতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ল্যাব থেকে ১৬৬টি নমুনার ফলাফলের মধ্যে নতুন ৩২ জনের করোনা (কোভিড-১৯) পজিটিভ, ২টি ফলোআপ পজিটিভ আর বাকী ১৩২টি ফলাফল নেগেটিভ এসেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন