করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লালমনিরহাটে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। তার নাম খ ম শফিকুল আলম খন্দকার (খোকা)। তিনি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে মারা যান তিনি।
শফিকুল আলমের বড় ছেলে মোফাখখারুল ইসলাম রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হার্ট অ্যাটাক করলে তার বাবাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে জ্বর-সর্দি দেখা দিলে ২২ আগস্ট করোনা নমুনা সংগ্রহ করে পাঠানো হলে করোনার ফলাফল পজিটিভ আসে। পরে তাকে রংপুর ডেডিকেটেড করোনা হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান তিনি।
শফিকুল আলম খন্দকার (খোকা) জাতীয় পার্টি থেকে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগে যোগদান করে তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। তার বাড়ি উপজেলার দলগ্রাম ইউনিয়নের গ্যাগরা গ্রামে।
বিডি প্রতিদিন/আল আমীন