কুমিল্লায় করোনা ভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছে ২৪ জন। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ছয় হাজার ৭৩২জন। ২৪ ঘণ্টায় কুমিল্লায় ১২ জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ পাঁচ হাজার ১৮৬জন। এ দিন নাঙ্গলকোটের ৫৫ বছর বয়সের একজন পুরুষ মারা যান। জেলায় মোট মারা গেছেন ১৭৩জন। শুক্রবার কুমিল্লা সিভিল সার্জন অফিস এ তথ্য জানায়।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে ১৯ জন কুমিল্লা নগরীর। অন্যরা হচ্ছেন- লাকসামে চারজন ও নাঙ্গলকোটে একজন। সুস্থ হয়েছেন নগরীতে ১০জন ও নাঙ্গলকোটে দুইজন। জেলায় এ পর্যন্ত ৩১ হাজার ২৯৫ জনের নমুনা গ্রহণ করা হয়েছে। রিপোর্ট এসেছে ৩০ হাজার ৫৭১ জনের।
বিডি প্রতিদিন/হিমেল