করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব।
এদিকে, ফ্রান্সে করোনাভাইরাসে একদিনে লকডাউন পরবর্তী সময়ে সর্বোচ্চ আক্রান্তের ঘটনা ঘটেছে। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৩৭৯ জন। যা লকডাউন পরবর্তী সময়ে সর্বোচ্চ। আর মহামারির সবচেয়ে ভয়াবহ সময়ের চেয়ে সামান্য কম। গেল ৩১ মার্চ ফ্রান্সে একদিনে সর্বোচ্চ ৭ হাজার ৫৭৮ জন আক্রান্ত হয়েছিল।
বৃহস্পতিবার সেখানে আক্রান্ত হয়েছিল ৬ হাজার ১১১ জন। শুক্রবার সেটা ছাড়িয়ে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৩৭৯ জন। তাতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৬৭ হাজার ৭৭ জন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, শুক্রবার মারা গেছে ২০ জন। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩০ হাজার ৫৯৬ জন।
আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়লেও আবার লকডাউন ঘোষণা করার কথা ভাবছে না ফ্রান্স। এমানুয়েল ম্যাক্রনের সরকার দেশব্যাপী লকডাউন আরোপের বিকল্প খুঁজছে।
সূত্র: আল জাজিরা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ