টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে টাঙ্গাইল সদরে ১৮ জন, মধুপুরে পাঁচজন, কালিহাতীতে দুইজন ও ঘাটাইলে একজন রয়েছেন।
টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫১৭ জন। করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৪২ জন।
আর সুস্থ হয়েছেন ১ হাজার ৭৪৮ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৬৩ জন। এছাড়া মোট কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ১৮ হাজার ৭৩৯ জন।
বিডি প্রতিদিন/এমআই