সিলেট বিভাগে করোনাক্রান্তের ৮৩ ভাগেরও বেশি লোক সুস্থ হয়ে উঠেছেন। আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত এ অঞ্চলে ১০৬৯৫ জন আক্রান্তের বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৭৭৬৪ জন।
এদিকে, গতকাল শনিবার সিলেটে একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫২ জন। এর মধ্যে সিলেট জেলার ৩৪, সুনামগঞ্জের ৭, হবিগঞ্জের ৩ ও মৌলভীবাজারে ৮ জন। তবে গতকাল এ ভাইরাসে বিভাগে মারা যাননি কেউ।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট পজিটিভ শনাক্ত হয়েছেন ১০৬৯৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৫৬৫০, সুনামগঞ্জে ২০২৯, হবিগঞ্জে ১৫৩৯ ও মৌলভীবাজার জেলায় ১৪৭৭ জন।
সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ পর্যন্ত ভর্তি আছেন ১৩১ জন। এর মধ্যে সিলেটে ৬৮, সুনামগঞ্জে ১৬, হবিগঞ্জে ৩২ ও মৌলভীবাজারে ১৫ জন।
এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৬২ জন। এর মধ্যে সিলেটে ৫২, সুনাগঞ্জে ৪৮, হবিগঞ্জে ৯ ও মৌলভীবাজারে ৫৩ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭৭৬৮ জন। এর মধ্যে সিলেটে ৪০৮০ সুনামগঞ্জে ১৬৪৮, হবিগঞ্জে ১০০৯ ও মৌলভীবাজারে ১০২৭ জন।
অপরদিকে, সিলেট বিভাগে গতকাল করোনা কারো প্রাণ কাড়েনি। তাই মোট মৃতের সংখ্যা আগের দিনের মতো ১৮৭। এর মধ্য সিলেটে ১৩৫, সুনামগঞ্জে ২০, হবিগঞ্জে ১২ ও মৌলভীবাজারে ২০ জন।
বিডি প্রতিদিন/আরাফাত