কুমিল্লায় আরও ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ছয় হাজার ৯৪১ জনের। সুস্থ হয়েছেন ২৮ জন। সর্বমোট সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৪২০জন। সিটি করপোরেশন এলাকা ও নাঙ্গলকোটে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন। মোট মৃত্যু হয়েছে ১৮৩ জনের। শনিবার কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়।
সূত্র মতে, নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১৮ জন, বরুড়া, লাকসাম ও মনোহরগঞ্জে দুইজন করে এবং বুড়িচং ও চান্দিনায় একজন করে। সুস্থ হওয়াদের মধ্যে আছেন সিটি করপোরেশন এলাকার ২৪ জন ও চান্দিনার চারজন।
বিডি প্রতিদিন/আল আমীন