করোনাভাইরাসে মেক্সিকোতে প্রতিদিনই হু হু করে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এ পর্যন্ত প্রায় ৬৭ হাজার মৃত্যু নিয়ে বৈশ্বিক মৃত্যুর তালিকায় চতুর্থস্থানে আছে দেশটি। দেশটিতে অবস্থা এমন পর্যায়ে ঠেকেছে যে, কয়েকটি অঙ্গরাজ্যে ফুরিয়ে যাচ্ছে মৃত্যু সনদ লেখার ফরম।
দেশটির তিনটি অঙ্গরাজ্য-বাজা ক্যালিফোর্নিয়া, স্টেট অব মেক্সিকো ও মেক্সিকো সিটিতে ফেডারেল সরকারের দেওয়া মৃত্যু সনদের ফরম ফুরিয়ে আসা শুরু হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যু সনদের জন্য ১০ লাখ নতুন ফরম প্রিন্ট করা হয়েছে এবং বিতরণ করা হয়েছে। এবারের ফরমগুলোতে বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। অতীতে মৃত্যু সনদ নিয়ে জালিয়াতির ঘটনা ঘটেছে; তা এড়ানোর জন্যই এবার জুড়ে দেওয়া হয়েছে বিশেষ বৈশিষ্ট্য।
করোনাভাইরাসের কারণে রীতিমতো বিপর্যস্ত মেক্সিকো আক্রান্তের তালিকায়ও শীর্ষ পর্যায়ে রয়েছে। ৬ লাখ ২৩ হাজার ছাড়ানো আক্রান্ত নিয়ে বৈশ্বিক তালিকায় দেশটির অবস্থান এখন অষ্টম।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন