২৯ অক্টোবর, ২০২০ ১৪:৪৮

করোনা আক্রান্তের সংখ্যা ৮০ লাখ ছাড়াল ভারতে

অনলাইন ডেস্ক

করোনা আক্রান্তের সংখ্যা ৮০ লাখ ছাড়াল ভারতে

ফাইল ছবি

শীতে সম্ভাব্য দ্বিতীয় ঢেউ আসার অপেক্ষায় থাকা ভারতে করোনা সংক্রমণের সংখ্যা ৮০ লাখ ছাড়িয়েছে। দেশটিতে এখন মহামারীতে বিশ্বের সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ৮৮১ জন নতুন করে বৃহস্পতিবার ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন।
দেশটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা ৮০ লাখ ৪০ হাজার ২০৩ জন। আর মৃত্যু হয়েছে ১২ হাজার ৫২৭ জন।

বিশ্বের দ্বিতীয় বৃহৎ জনবহুল ভারতে ১৩০ কোটি মানুষের বসবাস। আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই তাদের অবস্থান। গত সেপ্টেম্বরে আক্রান্তের সংখ্যা চূড়ায় পৌঁছানোর পর থেকে ভারতে অবস্থা ক্রমে অবনতি ঘটছে।

তবে আক্রান্তের তুলনায় মৃত্যুর সংখ্যা কমই বলা চলে। গত একদিনে সেখানে ৫১৭ জন এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন।

বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর