আমেরিকায় করোনাভাইরাস সংক্রমণের নতুন রেকর্ড স্থাপিত হয়েছে। শুক্রবার দেশটিতে অন্তত এক লাখ ২৯ হাজার ৬০৬ জন কারোনায় সংক্রমিত হয়েছেন। এ নিয়ে টানা তিনদিন আমেরিকায় এক লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হলেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যে দেশটিতে করোনা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। গত সাত দিনে দেশটিতে গড়ে ৯৫ হাজার করে মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আমেরিকার ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ২০টিতে শুক্রবার রেকর্ড পরিমাণ সংক্রমণ বেড়েছে। বৃহস্পতিবারও আমেরিকায় এক লাখ ২০ হাজার মানুষ আক্রান্ত হয়েছিলেন। তবে দেশের মধ্য-পশ্চিমাঞ্চলে সংক্রমণ সবচেয়ে বেশি।
করোনার থাবায় যেসব রাজ্য সবচেয়ে কাহিল তার মধ্যে রয়েছে ইলিনয়, ইন্ডিয়ানা, মিনেসোটা, মিসৌরি, নেব্রাস্কা, নর্থ ড্যাকোটা, ওহাইও এবং উইসকনসিন। পরিস্থিতি সামাল দিতে কোথাও কোথাও কারফিউ জারি করা হয়েছে। প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন ৫৪ হাজারের বেশি রোগী।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কিছু শহর এবং অঙ্গরাজ্যে নতুন করে কারফিউ জারি করা হয়েছে। করোনা সংক্রমণ রোধ করতে জনসমাগমেও নিষেধাজ্ঞা আনা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ফেডারেল পর্যায়ে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এছাড়া ১৭টি অঙ্গরাজ্যে মাস্ক পরার ব্যাপারেও তেমন কোনো নির্দেশনা জারি করা হয়নি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন