যুক্তরাষ্ট্রের সবাই এখন প্রেসিডেন্ট নির্বাচনের ফল নিয়ে ব্যস্ত। অভিনন্দনের জোয়ারে ভাসছেন জো বাইডেন ও কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্র জুড়ে চলছে উৎসব। এদিকে, নির্বাচনের পর থেকে দেশটিতে প্রতিদিন ১ লাখের বেশি করোনাভাইরাসের রোগী শনাক্ত হচ্ছে।
স্থানীয় সময় শুক্রবার দেশটিতে একদিনে ১ লাখ ২৬ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। যা একদিনে সর্বোচ্চ সংক্রমণ শনাক্তের রেকর্ড। জন হপকিন্সের পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রে করোনায় আরও ১১৪০ জনের মৃত্যু হয়েছে। মোট মারা গেছে ২ লাখ ৩৭ হাজার মানুষ।
ইউনিভার্সিটি অব ওয়াশিংটন ইন্সটিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভালুয়েশন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে আগামী ২ মাসে আরও ১ লাখ ৬ হাজার মানুষ প্রাণ হারাতে পারে করোনায়।
বিডি প্রতিদিন/ফারজানা