হোয়াইট হাউজের রাজনীতি বিষয়ক পরিচালক ব্রায়ান জ্যাক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিউ ইয়র্ক টাইমস প্রথম ব্রায়ান জ্যাকের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেছে।
সুনির্দিষ্টভাবে ব্রায়ান জ্যাকের করোনা পজিটিভ হওয়ার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউজ। তবে হোয়াইট হাউজ জানিয়েছে, যে কোনো পজিটিভ কেস গুরুত্বের সঙ্গে নেয়া হচ্ছে। সংক্রমণ যাতে ছড়াতে না পারে সে জন্য সিডিসির গাইডলাইন মেনে কন্ট্রাক্ট ট্রেসিং পরিচালনা করছে হোয়াইট হাউজ মেডিকেল ইউনিট। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে।
৩ নভেম্বর রাতে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী পার্টিতে ছিলেন জ্যাক। সেই পার্টিতে থাকা হোয়াইট হাউজের বর্তমান চিফ অব স্টাফ মার্ক মিডোসও করোনায় আক্রান্ত হয়েছিলেন। এছাড়াও সম্প্রতি ট্রাম্পের হাউজিং অ্যান্ড আরবান ডেভেলাপমেন্ট সচিব বেন কারসন ও আইন উপদেষ্টা ডেভিড বসিও করোনায় আক্রান্ত হয়েছেন।
বিডি প্রতিদিন/ফারজানা