করোনা সংক্রমণ পরিস্থিতি আবারও উদ্বেগ বাড়ালো যুক্তরাজ্যে। দেশটিতে করোনায় মৃত্যু ছাড়িয়ে গেছে ৫০ হাজার। সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৫০ হাজার ৩৬৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৯৫ জন। এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। এর পরেই রয়েছে ব্রাজিল, ভারত এবং মেক্সিকো। আর এ তালিকায় ৫ম অবস্থানে রয়েছে যুক্তরাজ্য।
দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, প্রতিটি মৃত্যুই এক একটি ট্রাজেডি। ভ্যাকসিনের আশা থাকা সত্ত্বেও আমরা সঙ্কটের বাইরে নেই।
জানা গেছে, যুক্তরাজ্যে বুধবার নতুন করে আরও ২২ হাজার ৯৫০ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এখন পর্যন্ত ১২ লাখের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে যুক্তরাজ্যে। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৮৫ হাজারের বেশি মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার