যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের দাপট অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে কমপক্ষে ১ লাখ ৬০ হাজার মানুষের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের উদ্ধৃতি দিয়ে সিএনএন শনিবার সকালে এ তথ্য জানিয়েছে।
ওয়াশিংটন পোস্ট অবশ্য জানিয়েছে, যুক্তরাষ্ট্রে করোনায় নতুন সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১ লাখ ৭৭ হাজারেরও বেশি।
সারা বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। গত সোমবার যুক্তরাষ্ট্রে করোনা শনাক্তের সংখ্যা ১ কোটিতে পৌঁছায়। বর্তমান সংক্রণের হার অব্যাহত থাকলে আগামী ৪ দিনে যুক্তরাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ১০ লাখ ছাড়িয়ে যাবে।
বিডি প্রতিদিন/ফারজানা