সিলেট বিভাগে গত একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৩৪ জন। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র জানিয়েছে, আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৪১৪৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৮০৩৩, সুনামগঞ্জে ২৪৩৩, হবিগঞ্জে ১৮৬৬ ও মৌলভীবাজার জেলায় ১৮১১ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৮ জন। এর মধ্যে সিলেট জেলার ৪৭ ও হবিগঞ্জের ১ জন। এই ৩৮ জনকে নিয়ে সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন মোট ১২৮৫৩ জন। এর মধ্যে সিলেটে ৭২২৮, সুনামগঞ্জে ২৩৭৩, হবিগঞ্জে ১৫৫০ ও মৌলভীবাজারে ১৭০২ জন।
সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ ভর্তি আছেন ৫৮ জন। এর মধ্যে সিলেটে ৫১, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ৩ ও মৌলভীবাজারে ১ জন।
সিলেট বিভাগে এ পর্যস্ত করোনায় মারা গেছেন মোট ২৩৮ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৭৫, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
বিডি প্রতিদিন/আরাফাত