ইরানে করোনায় মানুষের মৃত্যুর জন্য সরাসরি যুক্তরাষ্ট্রের দিকে আঙ্গল তুললেন ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানেহ।
তেলমন্ত্রীর বলেন, তাদের দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে প্রতিদিন গড়ে ৪০০ বেশি মানুষ মারা যাচ্ছে। আর এমন অবস্থার জন্য দায়ী আমেরিকা। কারণ করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা-সামগ্রী আমদানি করতে পারছে না মার্কিন সরকারের বাধায়।
বিষয়টি ব্যাখ্যা করে বিজান জাঙ্গানেহ জানিয়েছেন, মার্কিন নিষেধাজ্ঞা এবং তেল রফতানির অর্থ দেশে আনতে না পারায় এখন ইরান নানাবিধ সমস্যার মুখে পড়ছে। এর জেরে করোনাভাইরাসের মহামারী মোকাবিলা করা কঠিন হয়ে দাঁড়িয়ছে। বৃহস্পতিবার গ্যাস রফতানিকারক দেশগুলোর সংগঠন জিইসিএফ’র ২২তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে বিজান জাঙ্গানেহ এমন কথা বলেছেন। ভিডিও লিংকের মাধ্যমে তিনি ওই বৈঠকে যোগ দিয়েছিলেন।
ইরানের তেলমন্ত্রী আরও বলেন, ২০১৫ সালে স্বাক্ষরিত হওয়া পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে গেলেও ইরানের উপর দফায় দফায় নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং আন্তর্জাতিক অঙ্গন থেকে করোনাভাইরাস-আটকাতে লড়াইয়ের চিকিৎসা সামগ্রী কিনতে বাধা সৃষ্টি করেছে।
এমনকি জরুরি খাদ্য-সামগ্রী পর্যন্ত কেনার ক্ষেত্রেও বাধা সৃষ্টি করে চলেছে আমেরিকা। এসব কারণে ইরানে করোনাভাইরাস-বিরোধী কার্যকর পদক্ষেপ নেয়া ক্রমশ জটিল হয়ে পড়েছে। এজন্য ইরানে করোনা মহামারীতে প্রতিদিন ৪০০ বেশি মানুষ মারা যাচ্ছে। এর দায়-দায়িত্ব আমেরিকাকে বহন করতে হবে। সূত্র: কলকাতা২৪
বিডি প্রতিদিন/আরাফাত