করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার পর আইসোলেশনে চলে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, তার শরীর অ্যান্টিবডিতে ভরে গেছে।
কয়েকজন এমপির সঙ্গে জনসন বৈঠক করার পর তাকে নিয়ে চিন্তায় পড়েন চিকিৎসকেরা। কারণ সেই বৈঠকে থাকা অন্তত দুইজন পরে পজিটিভ হিসেবে শনাক্ত হন।
রবিবার জনসন টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে বলেন, ‘ভালো খবর হলো স্বাস্থ্য বিভাগের টেস্ট এবং শনাক্তকরণ সক্ষমতা আরও বেড়েছে। আমার শরীরে রোগটি ছিল কি না, সেটা কোনো ব্যাপার না। আমি অ্যান্টিবডিতে উপচে পড়ছি।’
জনসন এর আগে মার্চে করোনা আক্রান্ত হন। তখন আইসিইউতে পর্যন্ত যেতে হয় তাকে। ফিরে এসে বলেন, নির্ঘাত মৃত্যুর হাত থেকে ফিরে এসেছেন।
বিডি প্রতিদিন/আরাফাত