করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম। আজ সোমবার (১৬ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত কিছুদিন ধরে শ্রম সচিবের শারীরিক দুর্বলতা দেখা দিলে তিনি রবিবার করোনা টেস্ট করান। সোমবার তার রিপোর্ট পজিটিভ এসেছে।
এতে আরও বলা হয়, শারীরিক দুর্বলতা ছাড়া শ্রম সচিবের অন্য কোনো উপসর্গ নেই। তিনি বাসায় আইসোলেশনে আছেন। সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ