বগুড়ায় মাস্ক ব্যবহার না করাসহ সামাজিক দূরত্ব অমান্যের কারণে দিন দিন করোনা সংক্রমণ আবারো বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ২১ দশমিক ৪৫ শতাংশ।
সোমবার বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, রবিবার বগুড়ার দুটি পিসিআর ল্যাবে ২০৫টি নমুনা পরীক্ষা শেষে ৪৫ জনের করোনা শনাক্ত হয়।
তিনি আরও জানান, নতুন আক্রান্তদের মধ্যে বগুড়া সদরের ৪৪ জন এবং একজন ধুনট উপজেলার। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৪১৬ জন। আর সুস্থ হয়েছেন ৭ হাজার ৭৯০ এবং মৃত্যু ১৯৬ জন। বর্তমানে হাসপাতাল ও নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন ৪২৫ জন।
বিডি প্রতিদিন/এমআই