করোনাভাইরাস প্রতিরোধে একের পর এক সুখবর আসছে। করোনার বিরুদ্ধে মার্কিন কোম্পানি মডার্নার ভ্যাকসিন ৯৪.৫ শতাংশ কার্যকর বলে দাবি করেছে কোম্পানিটি। সোমবার মডার্নার প্রকাশিত প্রাথমিক তথ্যে এ তথ্য জানা গেছে। এর আগে মার্কিন কোম্পানি ফাইজার জানিয়েছিল, তাদের উদ্ভাবিত টিকা ৯০ ভাগের বেশি কার্যকর।
আজ সোমবার বিকেলে সিএনএন মডার্নার ভ্যাকসিন সংক্রান্ত খবরটি প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রমণ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি বলেছেন, এগুলো দারুণ খবর। মডার্নার প্রাথমিক তথ্যে যা জানা গেল তা সত্যিই অনেক বড় সুখবর- ৯৪.৫ ভাগ কার্যকর প্রমাণিত হওয়ার বিষয়টি অসাধারণ।
ক্লিনিকাল ট্রায়াল ডেটা থেকে স্থানীয় সময় রবিবার বিকেলে সুখবরটি জানতে পারে মডার্না। সেই সময়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে কোম্পানির প্রধান মেডিকেল কর্মকর্তা ডা. ট্যাল জ্যাকস বলেছেন, আমার জীবন ও ক্যারিয়ারের দারুণতম মুহূর্ত এটি। এই ভ্যাকসিন তৈরি করতে পারা এবং উচ্চক্ষমতা দিয়ে এ ধরনের উপসর্গমূলক ব্যাধিকে মোকাবেলা করার সামর্থ্য দেখা সত্যিই আনন্দের ব্যাপার।
বিডি প্রতিদিন/ফারজানা