৩ ডিসেম্বর, ২০২০ ২৩:৪৭

করোনায় লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র, প্রকাশ্যে টিকা নেয়ার ঘোষণা তিন সাবেক প্রেসিডেন্টের

অনলাইন ডেস্ক

করোনায় লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র, প্রকাশ্যে টিকা নেয়ার ঘোষণা তিন সাবেক প্রেসিডেন্টের

সংগৃহীত ছবি

বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। তবে প্রাণঘাতী এই ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র। মৃত্যু ও আক্রান্ত- উভয় ক্ষেত্রেই শীর্ষে রয়েছে দেশটি। এমন পরিস্থিতিতে করোনার ভ্যাকসিন নিতে মার্কিনিদের উৎসাহ দিতে প্রকাশ্যে টিকা নেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক তিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিনটন।

করোনার দ্বিতীয় ঢেউয়ে এসেও আক্রান্ত ও মৃত্যুতে উপরের দিকে যুক্তরাষ্ট্রের নাম। এ কারণে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন আশঙ্কা প্রকাশ করেছেন, দেশটিতে করোনায় আরও আড়াই লাখ মানুষের মৃত্যু হতে পারে।

সাধারণ ও স্বল্পশিক্ষিত আমেরিকানদের মনে ভ্যাকসিনের প্রতি অনীহা এনেছে। এটি অনুধাবন করতে পারছেন দেশটির সচেতন মানুষ থেকে বিশেষজ্ঞরা। এ তালিকা থেকে বাদ যাননি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ বুশ ও বিল ক্লিনটন। এ কারণে তারা প্রকাশ্যে করোনাভাইরাসের ভ্যাকসিন নেবেন এবং পিভি ক্যামেরায় সেটি প্রচার করা হবে। এতে করে ভ্যাকসিন যে নিরাপদ ও এতে কোনো ধরনের জালিয়াতি নেই সে আস্থা তৈরি হবে এবং মানুষ টিকা নিতে উৎসাহী হবে।

সূত্র: সিএনএন


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর