৮ ডিসেম্বর, ২০২০ ১২:৪৯

করোনার ভ্যাকসিন বাধ্যতামূলক করার বিপক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক

করোনার ভ্যাকসিন বাধ্যতামূলক করার বিপক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাসের। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে করোনার ভ্যাকসিন বাধ্যতামূলক করার বিপক্ষে মত দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমন মত দেওয়া হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, করেনাভাইরাসের ভ্যাকসিন বাধ্যতামূলক না করে মানুষকে উৎসাহ দিয়ে প্রয়োগ করা হলে আরো বেশি কার্যকর ফলাফল পাওয়া যাবে।

এ প্রসঙ্গে সংস্থাটির টিকাদান কর্মসূচির প্রধান কেট ও ব্রায়ান বলেন, বাধ্যতামূলক না করে ভ্যাকসিন নেওয়ার জন্য জনগণকে উৎসাহ দিতে হবে। সেই সঙ্গে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচিকে সহজ করতে হবে। তাহলে এই উদ্যোগের কার্যকর ফল পাওয়া যাবে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর