ইরানে করোনাভাইরাসের মহামারিতে ২১২ জনের মৃত্যু হয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সীমা সাদাত লারি আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছেন।
সীমা সাদাত লারি জানান, গত ২৪ ঘন্টার এই মৃত্যু নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৫৩ হাজার ৯৫ জন মানুষ মারা গেল।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ইরানে ৭৪৭৫ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে যার মধ্যে ১১৪৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইরানে এ পর্যন্ত ১১ লাখ ৩৮ হাজার ৫৩০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে যার মধ্যে আট লাখ ৫৬ হাজার ৫১৩ জনকে চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে বাড়ি পাঠানো হয়েছে।
সীমা সাদাত লারি জানান, ইরানে করোনা আক্রান্ত রোগীর মধ্যে ৫৬৪৫ জনের অবস্থা গুরুতর এবং তারা বিভিন্ন হাসপাতাল ও মেডিক্যাল সেন্টারের ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে ভর্তি রয়েছেন।
বিডি প্রতিদিন/আরাফাত