মহামারী করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে ইন্দোনেশিয়ায়। আজ বুধবার থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে তরুণদের। যা সমালোচনার মুখে পড়েছে ইন্দোনেশিয়া সরকার।
জানা গেছে, ইন্দোনেশিয়ার টিকাদান কর্মসূচি চলবে মার্চের শেষ পর্যন্ত। ১৩ লাখ স্বাস্থ্যসেবা কর্মীর পাশাপাশি এক কোটি ৭৪ লাখ সরকারি কর্মী-পুলিশ, সেনা সদস্য, শিক্ষক এবং আমলা-বিনামূল্যে টিকা পাবেন। তারপরে দেশটির প্রবীণরা টিকা পাবেন।
এই ঘোষণার সমালোচনা দেখা যাচ্ছে। বলা হচ্ছে, করোনায় যেহেতু বয়োজ্যেষ্ঠরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে, সেখানে তরুণদের অগ্রাধিকার দিয়ে পরিস্থিতির উন্নতি ঘটানো যাবে না। এমনটা বিশেষজ্ঞরাও মনে করেন।
তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, বয়োজ্যেষ্ঠদের শরীরে সিনোভ্যাকের তৃতীয় পর্যায়ের ট্রায়াল হয়নি। তাই উৎপাদনশীল জনশক্তির কথা মাথায় রেখে ১৮ থেকে শুরু করে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক