করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৪৪তম ব্যাচের মারুফ হোসেন মিনা নামের এক ছাত্র মৃত্যুবরণ করেছেন। গতকাল শনিবার (২৩ জানুয়ারী) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
মারুফ হোসেন মিনা বিশ্ববিদ্যালয়ের কামাল উদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর। পরিবারে চারবোন ও দুই ভাইয়ের মধ্যে বড় ছেলে সে।
জানা যায়, প্রচন্ড পেট ব্যাথার কারণে গত বৃহস্পতিবারে মারুফ সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে সেখান থেকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর করোনা পরীক্ষা করা হলে গতকাল পজেটিভ আসে আর রাতেই মারা যায় সে।
এদিক, মারুফ হোসেন মিনার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো ক্যাম্পাস জুড়ে। তার বন্ধুরা ক্যাম্পাস জীবনের নানা স্মৃতিময় দিনের কথা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানাচ্ছেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ