করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার কথা চিন্তা করে অনেকেই ভয় পাচ্ছেন। অনেকে ভ্যাকসিন নেবেন না বলে ঘোষণা দিচ্ছেন। এমন পরিস্থিতিতে এ বিষয়ে মানুষের ভয় দূর করতে ইমামদের দ্বারস্থ হয়েছে দেশটি।
করোনার ভ্যাকসিন নিয়ে মানুষের ভয় দূর করতে দেশটির মসজিদের ইমামরা জুমার নামাজে বিশেষ বয়ান দিচ্ছেন। ইমামরা মানুষকে বোঝাচ্ছেন, আবিষ্কৃত করোনার ভ্যাকসিন নিরাপদ। এটি নিলে কোনো সমস্যা হবে না, বরং করোনার মহামারি রুখতে এ ভ্যাকসিনের বিকল্প নেই।
দেশটির জাতীয় মসজিদ ও ইমাম পরামর্শ বোর্ডের (এমআইএনএবি) সভাপতি কারি আসিম এ করোনার ভ্যাকসিনের বিষয়ে ওই প্রচারাভিযানের নেতৃত্ব দিচ্ছেন। ইসলামের আলোকে ভ্যাকসিন নেওয়া কতটুকু বৈধ, তা তিনি কমিউনিটির সবার কাছে ব্যাখ্যা করছেন।
যুক্তরাজ্যে অক্সফোর্ড-এস্ট্রাজেনেকা ও ফাইজার-বায়োএনটেকের দুটি টিকা প্রয়োগ করা হচ্ছে।
সূত্র: আরব নিউজ, এএফপি
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ