গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৭৮৯টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৬২ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৫৮৬ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৬২ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এই দিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৭৮৯টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৪৮ জন এবং উপজেলায় ১৪ জন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ