করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
আজ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারে স্থাপিত ভ্যাক্সিনেশন সেন্টারে সস্ত্রীক টিকার প্রথম ডোজ গ্রহণ করেন তিনি।
টিকা নেওয়ার পর গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি।
ড. কামাল আবদুল নাসের চৌধুরী প্রধানমন্ত্রীকে দ্রুততম সময়ে সাধারণ মানু্ষের কাছে টিকা পৌঁছে দেওয়ার সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, শুধু নিজেদের জন্য নয়, সবার সুরক্ষার জন্যই টিকা নেওয়া উচিত।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ