দক্ষিণ আফ্রিকা এবং যুক্তরাজ্যে করোনা ভাইরাসের যে ধরন পাওয়া গেছে তা প্রতিহতে সক্ষম ফাইজার-বায়োএনটেকের টিকা। সোমবার (০৮ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ন্যাচারাল মেডিসিনে প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে প্রতিষ্ঠানটি জানায়, দক্ষিণ আফ্রিকা এবং যুক্তরাজ্যে করোনা ভাইরাসের যে নতুন ধরন দেখা দিয়েছে রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরির মাধ্যমে সেই ধরনকে প্রতিহত করতে সক্ষম ফাইজারের টিকা। গবেষকদের একটি প্যানেল, করোনার নতুন ধরনে আক্রান্ত ২০ জন ব্যক্তির শরীরে ফাইজারের টিকা প্রয়োগ করে ইতিবাচক ফলাফল পাওয়ার পর তা মেডিসিন জার্নালে প্রকাশ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল