বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারী দল ২০১৯ সালের ডিসেম্বরের আগে উহানে করোনাভাইরাসের কোনো অস্তিত্ব ছিল বলে প্রমাণ পায়নি। চীন সফর শেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারী দলটি মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) সংবাদ সম্মেলনে এ কথা জানায়। এছাড়াও এই ভাইরাস কোনো প্রাণি থেকে মানবদেহে ছড়িয়ে পড়ার সপক্ষেও কোনো তথ্যপ্রমাণ পাননি তারা।
সংবাদ সম্মেলনে চীনা তদন্ত দলের প্রধান লিয়াং ওয়ানিয়ান বলেন, ভাইরাসটি প্রাণি থেকে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এখন অবধি সেটি নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, এই ভাইরাস হিমায়িত খাদ্যের মাধ্যমে দূরবর্তী স্থানে পৌঁছেছে। সম্প্রতি চীনের সংক্রমণগুলো কিন্তু সেরকমই।
চীনা এই বিশেষজ্ঞ জোর দিয়ে বলেন, ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম রোগী শনাক্তের আগে উহানে করোনাভাইরাসের সংক্রমণে কোনো অসুস্থতার প্রমাণ নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ বেন এমবারাক লিয়াং ওয়ানিয়ানের বক্তব্য সমর্থন করে বলেন, ২০১৯ সালের ডিসেম্বরের আগে উহানে ‘বড় আকারে সংক্রমণের’ প্রমাণ নেই।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ