ঢাকার ধামরাইয়ে করোনাভাইরাসের টিকা নিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র গোলাম কবির। বুধবার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এ টিকা গ্রহণ করেন তিনি।
টিকা নিয়ে তিনি বলেন, টিকা নিয়ে আমার কোন সমস্যা হচ্ছে না। কারও গুজবে কান দিবেন না। আপনারা নির্ভয়ে করোনা টিকা নিন। সরকার বিনামূল্যে এই টিকা দিচ্ছে।
উপজেলা সদর হাসপাতালে প্রধান ডাঃ নুর রিফফাত আরা জানান, গত ৪ দিনে ধামরাইয়ে প্রায় ৫ শতাধিক ব্যাক্তিকে করোনা ভাইরাসের টিকা প্রদান করা হয়েছে। টিকার প্রতি জনগণের ব্যাপক সাড়া দেখাচ্ছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/ফারজানা