গত ২৪ ঘণ্টায় (বুধবার) আবারও ১৪ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিল করোনাভাইরাস। এতে বিশ্বজুড়ে মোট প্রাণহানি ২৩ লাখ ৬৩ হাজার ছাড়িয়ে গেল।
এদিন শুধু আমেরিকাতেই ৩৪শ’র বেশি মৃত্যু রেকর্ড করা হয়। করোনায় ৪ লাখ ৮৩ হাজারের বেশি মানুষের প্রাণহানি দেখল মার্কিন যুক্তরাষ্ট্র।
দিনের দ্বিতীয় সর্বোচ্চ ১৭শ’র বেশি মৃত্যু হয়েছে মেক্সিকোয়। দেশটিতে মোট প্রাণহানি ১ লাখ ৬৮ হাজারের ওপর। সাড়ে ১৩শ’ মানুষের মৃত্যুতে ব্রাজিলে মোট প্রাণহানি দু’লাখ ৩৫ হাজারের কাছাকাছি।
এদিন হাজারের ওপর মানুষ মারা গেছেন ব্রিটেনেও। এছাড়া ৫ থেকে ৭শ’র বেশি মৃত্যু হয়েছে রাশিয়া, স্পেন ও জার্মানিতে। নতুনভাবে ৪ লাখ ৩৭ হাজারের বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে কোভিড নাইনটিন। বিশ্বে মোট সংক্রমিত ১০ কোটি ৭৮ লাখের ওপর মানুষ।
বিডি প্রতিদিন/কালাম