করোনাভাইরাসের ভ্যাকসিন 'স্পুটনিক-ভি'র দ্বিতীয় চালান ইরানে পাঠিয়েছে রাশিয়া। শুক্রবার মস্কোতে ইরানের রাষ্ট্রদূত সাইয়্যেদ কাজেম জালালি বলেছেন, একটি বিশেষ বিমানে করে করোনার ভ্যাকসিন পাঠানো হয়েছে।
আগামী বৃহস্পতিবার ভ্যাকসিনের তৃতীয় চালান পৌঁছাবে ইরানে। প্রতি দুই সপ্তাহে একটি করে চালান পৌঁছাবে ইরানে। এভাবে আপাতত ২০ লাখ ভ্যাকসিন পৌঁছাবে দেশটিতে।
রাষ্ট্রদূত আরও বলেন, রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী অদূর ভবিষ্যতেই ইরানের ভেতরেই যৌথভাবে স্পুটনিক ভ্যাকসিন তৈরি শুরু হবে। এর ফলে ইরান নিজের চাহিদা পূরণ করে প্রতিবেশী দেশগুলোর কাছেও তা বিক্রি করতে পারবে।
গত সপ্তাহে করোনার রুশ টিকা 'স্পুটনিক-ভি'র প্রথম চালান রাশিয়া থেকে ইরানে পৌঁছায়। এরপর ভ্যাকসিন দান কর্মসূচি শুরু করে ইরান।
রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি জানিয়েছেন, বিশ্বের ১৬টি দেশে রাশিয়ার তৈরি ভ্যাকসিন 'স্পুটনিক-ভি' অনুমোদন পেয়েছে। ইরান ১৬তম দেশ হিসেবে এই ভ্যাকসিন অনুমোদন করেছে।
বিশ্বে রাশিয়াই প্রথম করোনার ভ্যাকসিন তৈরিতে সফল হওয়ার ঘোষণা দেয় এবং তা সেদেশের ওষুধ নিয়ন্ত্রণ বিভাগ অনুমোদন করে।
এদিকে, ইরানে শুক্রবার ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ৫৮ জন মারা গেছেন। এছাড়া শনাক্ত হয়েছে আরও ৭ হাজার ২৯৮ জন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন