মহামারী করোনার উৎপত্তিস্থল নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সর্বশেষ যে রিপোর্ট দিয়েছে তা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কড়া জবাব দিয়েছে চীন। দেশটি সমালোচনা করে বলে, এ বিষয়ে আমেরিকার পক্ষ থেকে বেইজিংয়ের দিকে আঙুল তোলা বন্ধ করা উচিত। খবর পার্সটুডের।
জানা গেছে, চীনে এক মাসব্যাপী সরেজমিন তদন্ত করার পর সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের রিপোর্ট প্রকাশ করেছে। এ নিয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলেভিন বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে তদন্ত রিপোর্ট দিয়েছে আমেরিকা তাতে গভীরভাবে উদ্বিগ্ন। তিনি এ ব্যাপারে চীনের কাছ থেকে আরো তথ্য দাবি করেন।
উল্লেখ্য, সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দল চীনের উহান শহর থেকে তদন্ত শেষে ফিরেছে তবে তারা করোনাভাইরাসের উৎপত্তির ব্যাপারে কোনো বার্তা দিতে পারেনি। গত মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দল চার সপ্তাহের তদন্ত শেষে এমনটাই জানায়।
বিডি-প্রতিদিন/শফিক