সুইডেনে করোনায় আক্রান্ত এক গর্ভবতী নারী হাসপাতালে ভর্তির পর জরুরিভিত্তিতে অপারেশন করে ডেলিভারি করেন চিকিৎসকরা। জন্মের পরই শিশুটির রক্ত পরীক্ষা করে জানা যায়, শিশু ও মা উভয়েই করোনায় আক্রান্ত হয়েছে। খবর ন্যাশনাল পোস্ট'র।
তাদের শরীরে পাওয়া ভাইরাসের জিনোম সিকুয়েন্স বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে, মাতৃগর্ভে থাকা অবস্থায়ই শিশুটি করোনায় আক্রান্ত হয়েছিল। গবেষকরা পরীক্ষা করে দেখেন, মায়ের থেকেই শিশুটি করোনায় আক্রান্ত হয়েছে।
কিন্তু জন্মের পরপরই শিশুটিকে আইসোলেশনে নিয়ে যাওয়া হয়েছিল। এতেই নিশ্চিত হওয়া যায় শিশুটি জন্মের আগেই করোনা আক্রান্ত ছিল। গবেষকরা বলছেন, এটিই বিশ্বে প্রথম এমন ঘটনা। এর আগে মাতৃগর্ভে বসে করোনা আক্রান্ত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।
বিডি প্রতিদিন/হিমেল