৮ মার্চ, ২০২১ ০৮:৫৫

‘কোভ্যাক্স’-এর আওতায় টিকা পেল শ্রীলঙ্কা

নিজস্ব প্রতিবেদক

‘কোভ্যাক্স’-এর আওতায় টিকা পেল শ্রীলঙ্কা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘কোভ্যাক্স’ প্রকল্পে আজ সোমবার প্রথম ২ লাখ ৬৪ হাজার ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কোভিড-ভ্যাকসিন এসে পৌঁছল শ্রীলঙ্কায়। আর্থিক সঙ্গতির বিচারে নয়, সার্বিক ভাবে যাতে বিশ্বের প্রতিটি দেশে প্রতিষেধক পৌছায়, সে কথা মাথায় রেখে এই বিশেষ উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ‘কোভিশিল্ড’ তৈরি করেছে ভারতের সিরাম ইন্সটিটিউট। ভ্যাকসিন শ্রীলঙ্কায় পাঠানোর বিষয়ে সহযোগিতা করেছে ইউনিসেফ। ‘কোভ্যাক্স’ প্রকল্পে পাঠানো ভ্যাকসিন দেওয়া হবে ষাটোর্ধ, সব চেয়ে ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা ব্যক্তিদের। 

মে মাসের মধ্যে ১৪ লক্ষ ৪০ হাজার ডোজ শ্রীলঙ্কায় পাঠানোর চুক্তি হয়েছে বলে জানা গিয়েছে। দেশের শীর্ষস্থানীয় এপিডিমিয়োলজিস্ট সুদথ সামারাওয়েরা জানিয়েছেন, রাজধানী কলম্বো-সহ পশ্চিমের প্রদেশে সংক্রমণ বেশি। সেখান থেকেই টিকাকরণ শুরু হবে।

এর আগেই অবশ্য দেশটিতে টিকা কার্যক্রম শুরু হয়েছে। আর এই টিকা পাওয়ার ফলে দেশটিতে টিকা দান কর্মসূচি আরও জোরদার হবে বলে আশা সেখানকার কর্মকর্তাদের। সূত্র: আনন্দবাজার/ দ্য হিন্দু

বিডি প্রতিদিন/আবু জাফর

সর্বশেষ খবর