করোনাভাইরাসের আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি কয়েক দিন থেকে অসুস্থতা বোধ করলে তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা করার পর তার শরীরে করোনা শনাক্ত হয়। এরপর তাকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
দেশে করোনার প্রাদুর্ভাব শুরু পর থেকেই এমপি সামাদ সম্মুখে থেকে সাধারণ মানুষদের সেবা করেছেন। তাদের মাঝে খাদ্য, অর্থ ও ওষুধ দিয়ে সাহায্যও করেছেন। এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর রোগমুক্তির জন্য তার পরিবার ও ফেঞ্চুগঞ্জ-বাসী সকলের কাছে দোয়া চেয়েছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর