স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে এখন পর্যন্ত ৪১ লাখ ১৮ হাজার ৯৫৩ জন টিকা নিয়েছেন। এছাড়া টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৫৩ লাখ ৬১ হাজার ৭৭৮ জন মানুষ।
আজ বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান। এতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন এক লাখ চার হাজার ৯৯০ জন। তাদের মধ্যে মাত্র ছয় জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৮৭২ জনের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া গেছে।
বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নেওয়া ১ লাখ ৪ হাজার ৯৯০ জনের মধ্যে পুরুষ ৬৫ হাজার ৭৫৯ জন এবং নারী ৩৯ হাজার ২৩১ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৩৫ হাজার ১৩৬ জন, ময়মনসিংহ বিভাগে ৫ হাজার ৫৩০ জন, চট্টগ্রাম বিভাগে ১৮ হাজার ৫৭৫ জন, রাজশাহী বিভাগে ১২ হাজার ৪৫৮ জন, রংপুর বিভাগে ১০ হাজার ৬৭৬ জন, খুলনা বিভাগে ১৪ হাজার ৭৪৭ জন, বরিশাল বিভাগে ৪ হাজার ১২৩ জন ও সিলেট বিভাগে ৩ হাজার ৭৪৫ জন রয়েছেন।
বিডি-প্রতিদিন/শফিক