করোনা সংক্রমণের হার হঠাৎ করে বেড়ে যাওয়ায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারির সূত্রের বরাত দিয়ে ভারতের বার্তা সংস্থা পিটিআই এ খবর প্রকাশ করেছে। আগামীকাল বুধবার দুপুরে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সর্বশেষ করোনার টিকা কর্মসূচি শুরুর আগে জানুয়ারিতে মোদি মুখ্যমন্ত্রীদের সঙ্গে এ বৈঠক করেছিলেন। এর আগে করোনা মহামারী শুরুর পর নিয়মিত তিনি এ বৈঠক করতেন।
ভারতের মহারাষ্ট্র, পাঞ্জাব, কর্নাটক, গুজরাট, তামিলনাড়ুতে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি। কোথাও কোথাও নতুন করে লকডাউন আরোপ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা