আঞ্চলিক নির্বাচনে জার্মানির চ্যাঞ্চেলর অ্যাঞ্জেলা মের্কেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) এর ভরাডুবি ঘটেছে। বাডেন-উয়েরটেমবার্গে সিডিইউকে হারিয়ে দিয়েছে গ্রিন ও রাইনল্যান্ড-পালাটিনেটে মের্কেলের দলকে হারিয়েছে সোশ্যাল ডেমোক্রেট (এসপিডি)।
মহামারী করোনাভাইরাস সঙ্কট মোকাবেলায় মের্কেল সরকারের ব্যবস্থাপনাকেই এ ভরাডুবির কারণ বলে ধারণা করা হচ্ছে। সাধারণ নির্বাচনের মাত্র ছয় মাস আগে দু-দুটি গুরুত্বপূর্ণ রাজ্যে ভরাডুবির ধাক্কা জার্মানির সরকারের প্রধান শরিক দলকে দিশাহারা করে তুলেছে।
রাজ্য নির্বাচনে সিডিইউ দলের ভরাডুবির পর মের্কেলের উত্তরসূরি বাছাইয়ের প্রক্রিয়াও জটিল হয়ে উঠলো। ভোটারদের কাছে মের্কেল-পরবর্তী ইউনিয়ন শিবিরের গ্রহণযোগ্যতা আরও কমে যেতে পারে।
সিডিইউ দলের সাধারণ সম্পাদক পাউল সিমিয়াক জানান, ‘সরকারের করোনা সংকটের ব্যবস্থাপনা সম্পর্কে মানুষের ক্রোধ বাড়ছে। এর কারণ বুঝতে না পেরে মানুষ ধৈর্য হারাচ্ছেন।’
বিডি প্রতিদিন/ফারজানা