টলিউডের জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে নিজে পরিবারের সাথে অবস্থান করছেন। সিঙ্গাপুরেই রিকভারি সেন্টারে নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছেন তিনি।
ঋতুপর্ণার স্বামী সঞ্জয় চক্রবর্তী কর্মসূত্রে দীর্ঘদিন ধরেই সিঙ্গাপুরের বাসিন্দা। নায়িকার দুই ছেলে-মেয়ে অঙ্কন এবং ঋষণাও ওই দেশেই পড়াশোনা করে। লকডাউন এবং তার পরবর্তীকালে লম্বা সময় সিঙ্গাপুরেই কাটিয়েছিলেন ঋতুপর্ণা।
সোমবার (১৫ মার্চ) ঋতুপর্ণা নিজের ফেইসবুক ও ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে লিখেছেন, ‘আমি কোভিড-১৯ পজিটিভ হয়েছি। তবে আপনাদের সবাইকে জানাতে চাই যে আমি ভালো বোধ করছি। সব রকম প্রশাসনিক নিয়মবিধি মেনে চলছি এবং চিকিৎসকের পরামর্শ মেনে কাজ করছি। আমি এই মুহূর্তে সিঙ্গাপুরে রয়েছি এবং এখানকার একটি রিকভারি সেন্টারে নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি।’
ভক্তদের উদ্বিগ্ন না হওয়ার বার্তা দিয়েছেন তিনি, ‘আপনাদের সবাইকে শান্ত ও নিরাপদ থাকার অনুরোধ করছি । আমার পরিবার এবং স্টাফরা সবাই নিরাপদে আছেন। আপনাদের উদ্বেগ এবং শুভ কামনার জন্য সবাইকে ধন্যবাদ।’
উল্লেখ্য, দশ মাস পর চলতি বছর জানুয়ারিতে কলকাতায় ফেরেন অভিনেত্রী। এরপর গত দু-মাসে দেশের নানান জায়গায় ‘সল্ট’, ‘অন্তর্দৃষ্টি’, ‘মহিষাসূরমর্দিনী’-র মতো ছবির শ্যুটিং সেরেছেন। মার্চের শুরুতেই ‘অচেনা উত্তম’ ছবিতে মহানায়িকা সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয় করবেন তিনি। এপ্রিলে শ্যুটিং সেটে যোগ দেওয়ার কথা ছিল তার ঋতুপর্ণার।
বিডি প্রতিদিন / অন্তরা কবির