সিলেটে ফের বাড়ছে করোনা আক্রান্ত। তবুও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। গত ২-৩ মাস সিলেটে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কমতে থাকলেও মার্চ থেকে বেড়েছে আক্রান্ত। আক্রান্তদের চিকিৎসা দেয়ার জন্য প্রস্তুত রয়েছে সিলেট বিভাগের ৭ করোনা ডেডিকেডেট হাসপাতাল।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সুলতানা রাজিয়া বলেন, বিভাগের করোনার ডেডিকেডেট হাসপাতালগুলোর কিছু কাজ চলমান রয়েছে। তবে হাসপাতালে সব ধরনের প্রস্তুতি রয়েছে। আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসা দেয়া সম্ভব। করোনার ডেডিকেডেট হাসপাতালগুলো সব সময় তদারকি করা হচ্ছে।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় ৩০জন আক্রান্ত হয়েছেন। সেই সাথে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৬জন। এছাড়া বিভাগের মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৩১জন চিকিৎসাধীন রয়েছেন। সিলেট বিভাগে করোনায় ২৮০ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৫৪৭জন। সেই সাথে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৮২৮জন।
বিডি প্রতিদিন/আরাফাত