করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু।
মঙ্গলবার তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। বর্তমানে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।
গত ১০ ও ১১ মার্চ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২১-২০২২ সেশনের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সুপ্রিম কোর্টের এ জ্যেষ্ঠ আইনজীবী।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন