গত ১৫ মার্চ অ্যাস্ট্রাজেনেকার টিকাটি জার্মানি, ফ্রান্স ও ইতালিসহ ইউরোপের অন্তত ১৫টি দেশ অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে। এবার সুইডেনের জনস্বাস্থ্য সংস্থা অ্যাস্ট্রাজেনেকার টিকা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে দেশটির আঞ্চলিক টিকা সমন্বয়কারীরা।
তবে সুইডেনে টিকা পুরোপুরি বন্ধ করা হবে নাকি তা কেউই স্পষ্ট করে বলতে পারছেন না। রাষ্ট্রীয় মহামারি বিশেষজ্ঞ অ্যান্ডারস টাগনেল সুইডিশ জনস্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে বলেছেন, 'সিদ্ধান্তটি একটি সতর্কতামূলক পদক্ষেপ। এ টিকা সম্পর্কে আমাদের যথেষ্ট জ্ঞান রয়েছে।'
অ্যান্ডারস আরও বলেন, 'ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলো কভিড-১৯ টিকাদানের সঙ্গে সম্পর্কিত কি-না তা তদন্ত না করা পর্যন্ত আমরা এই টিকাটি দেওয়া থেকে সাময়িক বিরত থাকা জরুরি।'
অ্যাস্ট্রাজেনেকার তৈরি কভিড-১৯ প্রতিরোধক টিকা দেওয়ার পরে অল্পসংখ্যক ব্যক্তির দেহে রক্তে জমাট বাঁধার বিষয়টি শনাক্ত হওয়ার পরে জার্মানির স্বাস্থ্য সংস্থা এই সিদ্ধান্ত গ্রহণ করে এবং এটাকে একটি সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে অভিহিত করে।
অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) আতঙ্কিত না হয়ে সব দেশকে টিকা দেওয়ার কর্মসূচি চালিয়ে যেতে বলেছে। ডাব্লিউএইচওর প্রধান গবেষক সৌম্য স্বামীনাথন বলেন, কোনো টিকাকে শতভাগ নিরাপদ হিসাবে বিবেচনা করা যায় না। অনেক মানুষকে টিকা দেওয়া হলে এর মধ্যে কিছু সংখ্যক ঘটনা ঘটতেই পারে। আমরা এই কেসগুলোকে গভীর পর্যবেক্ষনে রেখে তদন্ত চালিয়ে যাচ্ছি। তবে আমরা চাই না মানুষ আতঙ্কিত হোক। অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া চালিয়ে যেতে তিনি পরামর্শ দেন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির