দ্বিতীয় নমুনা পরীক্ষায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপির করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। বুধবার সকালে নেগেটিভ রিপোর্ট পেয়ে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ১ এপ্রিল জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনকে সামনে রেখে মির্জা আজম এমপি মঙ্গলবার সকাল ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের মেডিকেল সেন্টারে করোনার নমুনা পরীক্ষা করতে দেন। সন্ধ্যার পর নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।
করোনা পজিটিভ হলেও তার কোন শারীরিক জটিলতা ছিলনা। পরে রাতেই পুনরায় তিনি নমুনা পরীক্ষা করাতে দেন। দ্বিতীয়বার নমুনা পরীক্ষায় বুধবার সকালে তার রিপোর্টে করোনা নেগেটিভ আসে। বর্তমানে তিনি করোনা মুক্ত এবং শারীরিকভাবে সুস্থ রয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল