গঙ্গাচড়া উপজেলার চর অধুষ্যিত প্রত্যন্ত নোহালী ইউনিয়নে খোবাইব বিন রা. এতিম খানায় করোনার ফ্রি ভ্যাকসিন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। কাতার চ্যারিটির সার্বিক তত্ত্বাবধায়নে মঙ্গলবার এই ক্যাম্পের আয়োজন করা হয় । একদিনের চরের প্রায় ৬০০ জন মানুষ এই ভ্যাকসিন গ্রহণ করেন।
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা বেগম এর সার্বিক সহযোগিতায় ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আশিক ফেরদৌস, বিশেষ অতিথি থেকে ক্যাম্প পরিচলনা করেন গ্রুপ টিম লিডার ডা. মো. আল আসিফ আনজুমসহ স্বাস্থ্য সংশ্লিষ্ট চিকিৎসক, নার্সসহ ইউনিয়ন স্বাস্থ্যকর্মীরা।
নোহালী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ জানান, উপজেলায় যাওয়া আসায় অনেক অর্থের প্রয়োজন হয়। শ্রমজীবী মানুষগুলোর আর্থিক অসচ্ছলতার কারণে টিকা গ্রহণের আশা ছেড়ে দিয়েছিলেন এখানে ক্যাম্পেইন এর আয়োজন করায় টিকা গ্রহণে মানুষের আগ্রহ বেড়েছে।
খোবাইব বিন আদী রা. এতিম খানার পরিচালক ও ক্যাম্পেইন স্থানীয় সমন্বয়কারী হাফেজ হায়দার আলী জানান, গ্রামের অসহায় মানুষের কথা চিন্তা করে ও বর্তমান করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে এলাকার বিভিন্ন যায়গায় যাই এবং এলাকাবাসীকে বোঝাই ভ্যাকসিন গ্রহণের জন্য। টিম লিডার ডা. আল আসিফ জানান, প্রায় ৬০০ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল