সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক বর্ণালী পাল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কোন উপসর্গ না থাকলেও ১৩ মার্চ পরীক্ষার জন্যে নমুনা দেন তিনি। পরে মঙ্গলবার রাতে কোভিড-১৯ পজিটিভ রির্পোট আসে তার।
বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান মুসা বলেন, করোনা পজিটিভ হওয়ায় তিনি সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন।
বিডি প্রতিদিন/আল আমীন