করোনাভাইরাসের নতুন ধরন ভারতে ছড়িয়ে পড়ার পর সংক্রমণ বাড়ছে হু হু করে। গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক আক্রান্তের হিসেবে গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ হয়েছে।
এছাড়াও দেশটিতে গত একদিনে আক্রান্ত হয়েছে ২৮ হাজার ৯০৩ জন। গত ১৩ ডিসেম্বার সবচেয়ে বেশি আক্রান্তের রেকর্ড ছিল। এছাড়াও গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১৮৮ জনের। যার মধ্যে ৮৭ জন মহারাষ্ট্র এবং ৩৮ জন পাঞ্জাবের বাসিন্দা।
বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এ পর্যন্ত ভারতে করোনায় মারা গেছে এক লাখ ৫৯ হাজার মানুষ।
ভারত এই মুহূর্তে সারা বিশ্বে করোনা আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে ৩ কোটি ছাড়িয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন