দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত ১ হাজার ৮৬৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। যা গত তিন মাসের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হলো।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ১১ জনের মৃত্যু হয়েছে। তবে গত দুই দিনের তুলনায় মৃত্যু কমেছে। গতকাল মঙ্গলবার করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ২৬ জনের মৃত্যু হয়। এর আগের দিনও ২৬ জনের মৃত্যু হয়।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর ১ হাজার ৮৭৭ জন করোনায় সংক্রমিত রোগী শনাক্ত হয়।
এ পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৬২ হাজার ৭৫২ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৬০৮ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১৫ হাজার ৯৮৯ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ২৪ হাজার ২৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৭ দশমিক ৬৮ শতাংশ।
বিডি প্রতিদিন/আরাফাত